ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মডেল তিন্নি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা ও চাচা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
মডেল তিন্নি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা ও চাচা

ঢাকা: দীর্ঘদিন পর মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় বাবা সৈয়দ মাহবুব করিম ও বড় চাচা সৈয়দ রেজাউল করিম সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (৫ জানুযারি) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে তারা সাক্ষ্য দেন।

 

এদিন মাহবুব করিমের সাক্ষ্য শেষ হলেও রেজাউল করিমের সাক্ষ্য অসমাপ্ত ছিল। অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

এ তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ভোলানাথ দত্ত।

গত ১৫ নভেম্বর মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। ওইদিন তিন্নির বাবা ও চাচা সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। পরে রাষ্ট্রপক্ষ মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্যগ্রহণের আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।