ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

শাহীন হত্যা: ভুট্টু চেয়ারম্যানের ১ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
শাহীন হত্যা: ভুট্টু চেয়ারম্যানের ১ দিনের রিমান্ড মঞ্জুর ফাইল ফটো

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কোলাপাড়ায় দোকান কর্মচারী শাহীন চৌধুরী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুট্টুর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান।

কোর্ট ইন্সপেক্টর গোলাম জিলানী রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুরোজিত বড়ুয়া জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে রিমান্ড আবেদন জানানো হয়।  

গত ১০ জানুয়ারি ৫ দিনের রিমান্ড আবেদন করে, শুনানি শেষে আজ সোমবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকায় শাহজালাল বেকারির পাশে শাহীন চৌধুরীকে পিটিয়ে হত্যা করা হয়। মামলা করার পর পুলিশ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ওমর ফারুক আজিজ, এনায়েত হোসেন আকাশ, রাহিম ও জাহিদ হোসেন আরিফকে গ্রেফতার করে। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া একজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।