ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের মতো বন্ধ আদালতের কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের মতো বন্ধ আদালতের কার্যক্রম

সিরাজগঞ্জ: আইনজীবীরা আদালত বর্জন করায় সিরাজগঞ্জ জজ কোর্ট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সব ধরনের বিচারকাজ সোমবার (১৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল। দিনভর কর্মবিরতি পালন করে বার কাউন্সিলের হলরুমে অবস্থান করেন আইনজীবীরা।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না।

তিনি বলেন, আইনজীবীকে মারধরের বিচার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলী গ্রেফতার না হওয়ায় পর্যন্ত কোন আদালতের কার্যক্রমে উপস্থিত থাকবেন না আইনজীবীরা।

তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা চার দফা দাবি ঘোষণা দিয়েছি। এগুলো না মানলে আমারা আরও কঠোর অবস্থানে যাব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীর সঙ্গে অ্যাডভোকেট আবুল কালামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। রোববার (১৬ জানুয়ারি) সকালে বিভিন্ন অফিস কক্ষসহ সব এজলাসে তালা দেন  ইউসুফ আলীর লোকেরা। এরই প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে আদালত বর্জন করেন। সেই বর্জন সোমবারও অব্যাহত রাখেন আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।