ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহ আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
ময়মনসিংহ আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন  অ্যাডভোকেট আব্দুল বারী (সভাপতি) ও অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্না (সাধারণ সম্পাদক)

ময়মনসিংহ: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  

এতে ময়মনসিংহ বারের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারীকে সভাপতি ও অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্না বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে সোমবার (১৭ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক খন্দকার মাহাবুব হোসেন ও সদস্য সচিব ফজলুল রহমানের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।    
 
পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার মাসুদ, সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট সৈয়দ সাদ উদ্দিন আহমেদ প্রিন্স।

নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের নেতা-কর্মীরা জানান, এ কমিটির মাধ্যমে ময়মনসিংহ জেলা আইনজীবী ফোরাম নিয়ে র্দীঘদিন ধরে চলমান দু’পক্ষের বিরোধের অবসান হলো।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।