ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সূর্যসেন হল থেকে গ্রেফতার ছাত্রলীগ নেতা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
সূর্যসেন হল থেকে গ্রেফতার ছাত্রলীগ নেতা রিমান্ডে অস্ত্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা আল-আমিনে

ঢাকা: চাঁদাবাজির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল থেকে গ্রেফতার ছাত্রলীগ নেতা আল-আমিনের  একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।   বুধবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

 

এদিন শাহবাগ থানার পুলিশ আল-আমিনকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আল-আমিনের একদিনের রিমান্ডের আদেশ দেন।    

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হলের ১০২নং কক্ষ থেকে ছাত্রলীগ নেতা আল আমিন খানকে আটক করা হয়।  

হল প্রশাসন বলছে, আল আমিন খান ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স প্রথম বর্ষে ভর্তি হন। ২০১৫-১৬ সেশনে প্রথম বর্ষে পুনঃভর্তি হন। পরবর্তীতে ২০১৬-১৭ সেশনে পুনঃভর্তির আবেদন করলেও ভর্তি হননি।

বর্তমানে তার ছাত্রত্ব নেই এবং অবৈধভাবে সূর্যসেন হলের ১০২নং কক্ষে বসবাস করতেন। বিভিন্ন সময়ে হলের দোকানদারদের পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
কেআই/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।