ঢাকা: স্ত্রীসহ করোনা আক্রান্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আরোগ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) জুমার নামাজের পর সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়ায় করোনা আক্রান্ত প্রধান বিচারপতি, প্রধান বিচারপরি স্ত্রী, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আইনজীবী, সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরদের সুস্থতা কামনা করা হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে বুধবার রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সুস্থ আছেন।
ওমিক্রনের ভেরিয়েনেটর সংক্রমণের মুখেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। আক্রান্ত হয়েছেন অধস্তন আদালতের ৩৬ জন বিচারক।
একই সময়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদসহ আইনজীবীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার আবার ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করার কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ওই দিন প্রধান বিচারপতি বলেন, চারিদিকে করোনা সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবার ভার্চ্যুয়ালি আদালত পরিচালনায় যেতে হবে।
তিনি আরও বলেন,ইতিমধ্যে আমাদের (সুপ্রিম কোর্ট) ১৩ জন বিচারপতি, নিম্ন আদালতের ৩৬ জন বিচারক আক্রান্ত হয়েছেন।
পরদিন বুধবার থেকে সুপ্রিম কোর্টের বিচার কাজ ভার্চ্যুয়ালি শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
ইএস/এসআইএস