ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

শরীয়তপুর বারের সভাপতি জহির-সম্পাদক সাঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, ফেব্রুয়ারি ২৭, ২০২২
শরীয়তপুর বারের সভাপতি জহির-সম্পাদক সাঈদ

শরীয়তপুর: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাতে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশন।  

নির্বাচনে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. আবু সাঈদ।  

অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অমিত ঘটক চৌধুরী, সহ-সভাপতি জালাল আহমেদ সবুজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেন সেজান, লাইব্রেরি সম্পাদক খবির উদ্দিন, অডিটর মো. বজলুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সদস্য আসাদুল ইসলাম শুভ্র, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন রাজু, রাশিদা মির্জা ও আজিজুর রহমান রোকন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অ্যাডভোকেট রাশিদুল হাসান মাছুম, সহকারী প্রধান নির্বাচন কমিশনার মো. শাহআলম, সহকারী নির্বাচন কমিশনার জামাল ভূঁইয়া, মো. মোয়াজ্জেম হোসেন ও মো. তরিকুল ইসলাম সোহাগ।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।