ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

নড়াইলে মাদকমামলায় এক ব্যক্তির যাবজ্জীবন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
নড়াইলে মাদকমামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
 

নড়াইল: নড়াইলে মাদকমামলায় মাসুদ শেখ (৪৫) নামে এক  আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্ত মাসুদ শেখের বাড়ি সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একটি দল সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী বাজারে মাদকবিরোধী অভিযান চালায়। ওই সময় ফেদী গ্রামের চিহ্নিত মাদকবিক্রেতা মাসুদের শ্বশুরবাড়ির কাছে বুলু শেখের বাড়িতে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে- এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক হন মাসুদ শেখ। ওেই সময় তার কাছে ৭৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  

এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।