ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকার মোসলেহুদ্দীন (৫০) ও আব্দুস সামাদ (৫৮)।

এপিপি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ২৬ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার টংপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন জেলা গোয়েন্দা পুলিশের সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পরে পুলিশ আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।