ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বিয়ের নামে প্রতারণা, স্কুল শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
বিয়ের নামে প্রতারণা, স্কুল শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ...

ঢাকা: বিয়ের নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আশরাফ হোসাইন নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (০৯ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহার এই আদেশ দেন।

আসামি আশরাফ মানিকগঞ্জের সিঙ্গাইর থানার খাসের চরের ফজলুর রহমানের ছেলে। তিনি সিঙ্গাইর পাইলট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক।

বাদীপক্ষের আইনজীবী মাহবুব আলম এই তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আশরাফ হোসাইন ২০১৯ সালে ঢাকার আশুলিয়া এলাকার তাসলিমা আক্তার নামের এক নারীকে এফিডেভিট মূলে বিয়ে করেন। কাজী অফিসে নিবন্ধন করলে চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে বলে সে তাসলিমার পরিবারকে জানায়। ভুক্তভোগীর পরিবার বিষয়টি বিশ্বাস করে। পরে আশরাফ দীর্ঘদিনেও কাজী অফিসে বিয়ে নিবন্ধন করেন নাই। তবে তার সঙ্গে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করতে থাকেন। কাবিননামা না থাকার সুযোগ নিয়ে পরে আসামি আশরাফ অন্যত্র বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করেন। এই ঘটনায় তাসলিমা বাদী হয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
কেআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।