ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডুলুর আহ্বায়ক বাবুল, সদস্য সচিব তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
ডুলুর আহ্বায়ক বাবুল, সদস্য সচিব তাপস

ঢাকা: ঢাকার জজ কোর্টে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করা আইনজীবীদের নিয়ে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলএলবি (অনার্স) এলএলএম লইয়ারস ইউনিটি (ডুলু)।

বুধবার (৩০ মার্চ) পুরান ঢাকার জনসন রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।  

সংগঠনের আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. আনোয়ারুল কবীর বাবুল ও সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট তাপস চন্দ্র দাসের নাম ঘোষণা করা হয়।  

এছাড়া কমিটিতে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট সালাউদ্দিন আহম্মেদকে।

এ সময় উপস্থিত ছিলেন নিজামুল হক মোল্লা, আরফান উদ্দিন খান, ইকবাল হোসেন, এহসানুল হক সমাজী, সারোয়ার হোসেন, আলমগীর হোসেন, চৈতন্য চন্দ্র হালদার, তরিকুল ইসলাম, রেজাউল করিম, আবদুল্লাহ আল মনসুর, শফিকুল ইসলাম, মাইনুল ইসলাম, সবুজ বাড়ৈ, আব্দুল খালেক বিপ্লব, বাদল বেপারি, লাবাবুল বাশার, প্রমুখ আইনজীবীরা।

আইনের শাসন প্রতিষ্ঠায় ডুলুর সদস্যরা একযোগে কাজ করে যাবেন বলে সভায় সবাই একমত পোষণ করেন।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।