ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

জামালপুরে দুর্নীতির মামলায় সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
জামালপুরে দুর্নীতির মামলায় সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড

জামালপুর: জামালপুরের ইসলামপুরে দুর্নীতির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন।

এর আগে ২০০৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের তৎকালীন উপ-পরিচালক মো. মাহমুদ হাসান বাদী হয়ে জয়নাল আবেদীনের নামে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেছিলেন।

দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তার বাড়ি এ ইউনিয়নের পচাবহলা গ্রামে।

এ তথ্য নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী লুৎফর রহমান রতন জানান, এক লাখ ৯৮ হাজার ৬২২ টাকা আত্মসাতের ঘটনায় ২০০৯ সালের ৩১ মার্চ জয়নাল আবেদীনের নামে মামলা করে দুদক। নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাকে দোষী সাব্যস্ত হওয়ায় জয়নাল আবেদীনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।