ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফতুল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ৫ আসামি খালাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ফতুল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ৫ আসামি খালাস

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রীনা বেগমকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার স্বামী আক্তার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত।  

রোববার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রীনার স্বামীকে কারাদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

খালাসপ্রাপ্তরা হলেন- সাজেদা বেগম, মনোয়ারা বেগম, আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন ও রমজান।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ফতুল্লার কানাইনগরে বসবাস করতেন স্বামী স্ত্রী রীনা ও আক্তার। আক্তারের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর আক্তার হোসেন রীনার বাড়িতে জানায় রীনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবার আক্তার হোসেনের বাড়ির সামনে থেকে রীনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরো জানান, এক কন্যার জননী রীনার পরিবার এ ঘটনায় ফতুল্লায় থানায় মামলা করে। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।