ঢাকা: রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার পুন:তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলাটি পুন:তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই বিচারক পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এ মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি পুলিশ। সেই প্রতিবনের বিরুদ্ধে গত ১২ মে সাহিনুদ্দিনের মা আকলিমা নারাজি আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত।
গত বছর ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। সাহিনুদ্দিন পল্লবীর ১২ নম্বর সেকশনে সিরামিক রোডের বাসিন্দা। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
কেআই/এনএইচআর