ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

ছাত্রলীগের ১৪ জনের নামে ছাত্র অধিকার সভাপতির মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, অক্টোবর ১৮, ২০২২
ছাত্রলীগের ১৪ জনের নামে ছাত্র অধিকার সভাপতির মামলার আবেদন

ঢাকা: গত ৭ অক্টোবর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পড়ে আদেশের জন্য রেখেছেন। মামলার আবেদনে বলা হয়েছে, আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।  

এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা করেন। সেই মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

একই ঘটনায় এবার ছাত্র অধিকার সভাপতি বাদী হয়ে এ মামলা করলেন।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।