ঢাকা: সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আমদসহ সুপ্রিম কোর্টের প্রয়াত ২৬৫ জন বিচারপতি-আইনজীবীর স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির প্রয়াত আইনজীবী ও বিচারপতিদের জীবনী তুলে স্মরণ করেন।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রয়াত ২৬৫ জন বিচারপতি ও আইনজীবী করোনাকাল তথা ২০২০ সাল থেকে ২০২২ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সময়ে মৃত্যুবরণ করেন।
এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদসহ ১৬ জন বিচারপতি রয়েছেন। অন্য বিচারপতিরা হলেন- হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবদুল বারী সরকার, সাবেক বিচারপতি মো. বদরুজ্জামান, আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, সাবেক বিচারপতি আবু সাঈদ আহমেদ, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. নুরুল ইসলাম, সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক বিচারপতি আব্দুল কুদ্দুস, সাবেক বিচারপতি আবদুস সালাম, সাবেক বিচারপতি মো. আব্দুল হাই, সাবেক বিচারপতি এ কে এম ফজলুর রহমান, সাবেক বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞা, সাবেক বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান, সাবেক বিচারপতি মো. ফজলুর রহমান, সাবেক বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও সাবেক বিচারপতি মো. আমির হোসেন।
টিএইচ খান, রফিক-উল হক, মওদুদ আহমদ, এবিএম নুরুল ইসলাম, মাহবুবে আলম, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, কে এস নবী, সাহারা খাতুন, ফজলে রাব্বী মিয়া, সানা উল্লা মিয়াসহ ২৪৯ জন আইনজীবী।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
ইএস/আরবি