ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন হাসান মাতুব্বর

ফরিদপুর: ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী হাসান মাতুব্বর (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

একই সঙ্গে ওই আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।



সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই নম্বর আদালতের বিচারক শিয়াবুল ইসলাম এ রায় দেন।  

সন্ধ্যায় ওই আদালতের পেশকার মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, এ সময় মামলার একমাত্র আসামি হাসান মাতুব্বর আদালতে উপস্থিত ছিলেন। হাসান ফরিদপুর জেলা সদরের রামকান্তপুর এলাকার আজিম মাতুব্বরের ছেলে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।