ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কৃষ্ণকলির অ্যালবাম ‘আলোর পিঠে আঁধার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

ঢাকা: অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো গানের দল ও কৃষ্ণকলির অ্যালবাম ‘আলোর পিঠে আঁধার’। অ্যালবামের আটটি গানেরই কণ্ঠ, কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

সঙ্গীত আয়োজন করেছেন রোকন ইমন ও অর্ক।

ব্রাক ব্যাংকের সহযোগিতায় অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। ‘আলোর পিঠে আঁধার’ শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম।

অ্যালবাম প্রকাশনা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তfরা। হোটেল শেরাটনের মার্বেল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আনু মুহাম্মদ, খুশি কবির, জোনায়েদ সাকী, অধ্যাপক লিয়াকত আলি, শাহেদুল ইলাম হেলাল, কামরুল ইসলাম আফসার, ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহাবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে খুশি কবির বলেন, ‘কৃষ্ণকলির গানের গভীরতা এবং ভিন্ন ধরনের সুর ও গায়কী সব বয়সের শ্রোতাদের আশ্বস্ত করেছে। ’

আনু মুহাম্মদ বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান মুক্ত স্থানে হওয়াই ভালো। তাতে অনেক মানুষ অংশ নিতে পারতো। কারণ প্রকৃতি, মানুষ ও লড়াইয়ের কথা আছে কৃষ্ণকলির গানে। ’

মামুনুর রশীদ বলেন, ‘কৃষ্ণকলি সবসময় গানের সঙ্গে বিভিন্ন আন্দোলনকে জড়াতে চেয়েছেন। ফুলবাড়ীর আন্দোলনের সময় তার গান মানুষকে উজ্জীবিত করেছিল। ’

অনুষ্ঠানে কৃষ্ণকলি বলেন, ‘জীবনের পাওয়া-না পাওয়ার কথা নিয়ে আমি গানের কথা লিখেছি, যেখানে আমি একবারেই ছাত্রী। ’

বাংলাদেশ সময় ১৮৩৯, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।