ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কুয়াকাটায় শুটিং স্পট বানাচ্ছেন ফেরদৌস

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ১৬, ২০১১

ঢালিউডে নায়ক ফেরদৌসের ব্যস্ততা আগের মতো নেই। কলকাতার টালিগঞ্জেও নতুন নতুন নায়কদের ভীড়ে দিন দিন তার চাহিদা কমে যাচ্ছে।

অভিনয়ের বাইরে ফেরদৌসকে তাই মন দিতে হচ্ছে অন্য কিছু করার। কয়েক বছর আগে নুজহাত ফিল্মস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠান থেকে বেশ কিছু নাটক আর টেলিফিল্ম তৈরির পর বর্তমানে ‘এক কাপ চা’ ছবি নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ফেরদৌস কুয়াকাটা সমূদ্র সৈকতের খুব কাছেই একটি শুটিং স্পট গড়ে তোলার কাজে হাত দিয়েছেন। শুটিং স্পটটির নাম দেয়া হয়েছে ‘সমূদ্র নীল’।

কুয়াকাটায় সমূদ্র তীরবর্তী মনোরম প্রাকৃতিক পরিবেশে ২৬ বিঘা জমির উপর সমূদ্র নীল শুটিং স্পটটি গড়ে তোলা হচ্ছে। ফেরদৌস ও তার কয়েকজন বন্ধু মিলে এই প্রজেক্টটির কাজ শুরু করেছেন। ‘এক কাপ চা’ ছবির বাকি অংশের শুটিং সেখানেই করার পরিকল্পনা করেছেন ফেরদৌস। প্রযোজক হিসেবে প্রথম ছবি নিয়ে খানিকটা ঝামেলায় পড়ে গেছেন তিনি। কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেন ঝুলিয়ে দিয়েছেন ছবিটির কাজ। সম্প্রতি ঋতুপর্ণা কণ্যা সন্তানের মা হয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ফেরদৌসকে অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব-মিশা প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে ফেরদৌস প্রার্থী হয়েছেন। একই পদে মিজু-ড্যানি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন আরেক নায়ক আমিন খান। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু। নির্বাচনের মাঠে এবার ফেরদৌস আর আমিন খান পরস্পরের প্রতিদ্বন্দ্বী। দুই বন্ধুর লড়াইয়ে কে জয়ী হন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০ মে পর্যন্ত।

বাংলাদেশ সময় ১৫৪০, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।