ঢালিউডের নায়িকা কাজল অনেকদিন পর শোবিজে ফিরে এলেন। প্রায় আট বছর আগে আহমেদ নাসির পরিচালিত ‘উত্তেজিত’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।
সম্প্রতি কাজল ফ্রেম এন্টারটেইনমেন্টের ব্যানারে শাহাদাৎ হোসেন সবুজ নির্মিত সবুজ ছায়া গোল্ডেন সিটি প্রকল্পের বিজ্ঞাপনে মডেল হিসেবে শুটিংয়ে অংশ নিলেন ।
অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে কাজল বললেন, আসলে এখন আমি আগের মতো নিয়মিত নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনে কাজ করছিনা। সংসারেরই এখন সময় বেশি দিচ্ছি। তারপরও বিজ্ঞাপনটির নির্মাতার অনুরোধেই কাজটি করতে হলো।
থিয়েটার থেকে চলচ্চিত্রে এসেছিলেন কাজল। নাট্যকেন্দ্র প্রযোজিত ঢাকার মঞ্চের তুমুল জনপ্রিয় নাটক ‘বিচ্ছু’-তে অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছিল তার শিল্পীজীবন। সে সময় অবশ্য তিনি জলি নামেই পরিচিত ছিলেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় আক্তারুজ্জামান পরিচালিত ‘পোকা মাকড়ের ঘর বসতি’ ছবির মাধ্যমে।
পরবর্তীতে সৈয়দ হারুন পরিচালিত ‘বাঁচার লড়াই’ ছবিতে অভিনয় করার সময়নায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা দিতি তার জলি নামটি পরিবর্তন পরামর্শ দেন। চেহারায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের সঙ্গে খানিকটা মিল থাকায় ইলিয়াস কাঞ্চন ও দিতি তাকে এই নামেই ডাকা শুরু করেন। তখন থেকে তিনি কাজল নামেই শোবিজে সুপরিচিত হয়ে উঠেন।
‘বাঁচার লড়াই’ ছবিটির পর কাজল একই পরিচালকের ‘বেঈমানী’ ছবিতে অভিনয় করেন। তার অভিনীত সুপারহিট ছবির মধ্যে আছে- নায়করাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্র“’, আবুল খায়ের বুলবুলের ‘অসীম শক্তি’, আবিদ হাসান বাদলেরর ‘দুর্দান্ত দাপট’, আজাদী হাসানাত ফিরোজের ‘সবার উপরে প্রেম’ প্রভৃতি। সর্বশেষ কাজল আহমেদ নাসির পরিচালিত ‘উত্তেজিত’ ছবিতে প্রায় আট বছর আগে তিনি অভিনয় করেছিলেন।
চলচ্চিত্রে অশ্লীলতা আগ্রাসনের কারণে কাজল নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এবার মডেল হওয়ার মাধ্যমে আবারও মিডিয়ায় ফিরে এলেন। সাম্প্রতিক সময়ে বেশ কজন পরিচালকের সঙ্গে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে কাজলের কথাবার্তা চলছে। হয়তো কিছুদিনের মধ্যেই নতুন ছবিতে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে কাজল বললেন, আগের মতো চলচ্চিত্রে যথেষ্ট সময় দিতে না পারলেও আমি মান সম্পন্ন ভালো ছবি হলে কাজ করতে আগ্রহী।
চলচ্চিত্রাভিনয় ও মডেলিং ছাড়াও কাজল বেশ কিছু টিভিনাটকে অভিনয় করেছেন। বর্তমানে কাজল অভিনীত ধারাবাহিক নাটক ‘ধোঁকাবাজ’ এখন মোহনা টেলিভিশনে প্রচারিত হচ্ছে।
বাংলাদেশ সময় ১৭৩৫, জুলাই ০৭, ২০১১