আরটিভিতে ১৮ জুলাই সোমবার থেকে রাজধানী ঢাকার চারশত বছরের গৌরব ঐতিহ্য আর ইতিহাস নিয়ে নির্মিত মেগাসিরিয়াল ‘সাত পুরুষের ঢাকা’-এর প্রচার শুরু হচ্ছে। চলচ্চিত্র পরিচালক হাফিজউদ্দিন পরিচালিত ‘সাত পুরুষের ঢাকা’-এর প্রথম পর্ব প্রচার হবে আগামীকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে।
এনআর মাল্টিমিডিয়ার প্রযোজনায় মেগাসিরিয়াল ‘সাত পুরুষের ঢাকা’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, নাসিমা খান, ডলি জহুর, কে এস ফিরোজ, রওনক হাসান, মুনমুন, শহীদুজ্জামান সেলিম, জিনিয়া, আহসান হাবিব নাসিম, রাতিন, ফেরদৌস আহমেদ লীনা, সঙ্গীতা, পীরজাদা শহীদুল হারুন, আবু মোতালেব, হাজী আবদুস সালাম, গুলশানআরা, মঈনউদ্দিন, জিল্লুর রহমান এবং রেহানা জলি, নাদের খান ও চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।
ঢাকার চারশত বছর পূর্তি উদযাপন উপলক্ষে নির্মিত এই মেগাসিরিয়ালের কাহিনী ও সংলাপ লিখেছেন চলচ্চিত্র পরিচালক এমএ মালেক। সূচনা সংগীত খুরশীদ আলম ও বদরুন্নেসা ডালিয়া, সংগীত পরিচালনায় সজল দাস ও আখতার হোসেন, চিত্রগ্রহণ হারুন আহমেদ খান, সম্পাদনা মনির হোসেন মন্নু, কারিগরি সহায়তায় রয়েছে অরজেম ও মন্দিরা শুটিং হাউজ। ‘সাত পুরুষের ঢাকা’র পরিচালক হাফিজউদ্দিন বলেন, পুরনো ঢাকা নয়, অরিজিনাল ঢাকার ইতিহাস, ঐতিহ্য, গৌরব ইত্যাদি বিষয়গুলো ‘সাত পুরুষের ঢাকা’ নাটকে যথার্থভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ সময় ১৬৪৫, জুলাই ১৬, ২০১১