ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রিনিঝিনি কাচের চুড়ি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
রিনিঝিনি কাচের চুড়ি

পহেলা বৈশাখে নারীর সাজের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ কাচের রেশমি চুড়ি।

রিনিঝিনি শব্দে এক আলাদা আবহ তৈরি করে কাচের চুড়ি।

তাই বৈশাখে হাতভর্তি রেশমি চুড়ি না হলে যেন নারীর সাজ পূর্ণ হয় না। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চুড়ি কিনেছেন তো। এখনো না কিনে থাকলে জেনে নিন কোথায় পাবেন মনের মতো কাচের চুড়ি।  

ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজের পাশে গড়ে উঠেছে চুড়ির এক বড় বাজার।

টিএসসির মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের পাশে, সোহরাওয়ার্দী উদ্যান এবং ছবির হাট ও চারুকলার সামনে গড়ে উঠেছে কাচের চুড়ির সম্ভারও কম নয়।
এ ছাড়া নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা সিটি, মৌচাক মাকের্টসহ সব শপিং সেন্টারেই কাচের চুড়ি পাওয়া যায়।

মাত্র ২০ টাকা থেকে শুরু হয়ে ২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন পছন্দের এক ডজন কাচের চুড়ি।

ইডেনের সামনে প্রায় ১০ বছর ধরে চুড়ি বিক্রি করেন, সখিনা বেগম চুড়ি বিক্রি করে সংসার চালান তিনি। সখিনা বলেন, সারা বছরই ছাত্রীরা চুড়ি কেনে তবে পহেলা বৈশাখের আগে তার বিক্রি কয়েকগুন বেড়ে যায়।

বৈশাখে লাল শাড়ির সঙ্গে মিলিয়ে সেখানে চুড়ি কিনছিলেন বাংলায় অনার্সে পড়া ছাত্রী শায়লা। শায়লা লাল চুড়ি নিচ্ছেন। সে জানালো, বড় মার্কেটগুলোতে একই ধরণের পন্য পাওয়া গেলেও দাম অনেক বেশি। খালার কাছে একটু দেখে কিনলে কম দামেই পছন্দের চুড়ি কেনা যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।