• মেন্থলে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি সংক্রমণ থেকে রক্ষা করে
• গরম পানির মধ্যে কয়েকফোঁটা মেন্থল অয়েল মিশিয়ে শ্বাস নিলে ঠাণ্ডা, খুসখুসে কাশি এবং সাইনাসের ব্যথা কমাতে সাহায্য করে
• শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা কমাতে সামান্য মেন্থল তেল ম্যাসাজ করুন
• বদহজম কমাতে এক কাপ গরম পানির সঙ্গে এক ড্রপ মেন্থল অয়েল মিশিয়ে পান করুন
• মাথা ব্যথায় মেন্থলের ব্যবহার তো সবাই জানি।
• এছাড়া মাথার তালুর শুষ্কতা দাগ দূর করতে শ্যাম্পুর সঙ্গে সামান্য মেন্থল অয়েল মিশিয়ে নিন
• পায়ে বা হাতের কুনুইতে শক্ত কালো দাগগুলো কিছুতেই যাচ্ছে না? রাতে হাত পা পরিষ্কার করে ধুয়ে ক্রিমের সঙ্গে মেন্থল অয়েল দিয়ে ম্যাসেজ করুন। কয়েক দিনের মধ্যেই দাগ সব মিলিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআইএস