ছোট ছোট বাদামি স্পটে ত্বকের অনেকটাই যখন ঢেকে যেতে থাকে এর চেয়ে মন খারাপ খুব কম সময়েই হয় জীবনে।
অনেকেই আজকাল ত্বকের দাগ বা মেছতা কমাতে লেজার করার কথা চিন্তা করেন।
ত্বকে মেছতা হতে পারে এমন দাগ দেখা দিতে শুরু করলেই প্রয়োজন বাড়তি যত্ন। নিজে ঘরেই মেছতা থেকে মুক্তি পেতে যা করতে পারেন:
>> টক দই মেছতা দূর করতে খুবই কার্যকরী। সপ্তাহে তিন দিন ত্বকে টক দই লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। টক দই মেছতা দূর করে ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে দেবে।
>> লেবুর রসে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। যা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
>> অল্প আমন্ড অয়েল গরম করে ২ থেকে ৩ ফোঁটা নিয়ে মেছতার জায়গায় ম্যাসাজ করুন। ঘণ্টা খানেক রেখে ধুয়ে নিন।
>> তেল গরম করে সারা মুখে ম্যাসাজ করুন। যতক্ষণ না ত্বক তেল শুষে নেয় ততক্ষণ ম্যাসাজ করুন। এবার ঘণ্টাখানেক রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
>> বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লোশন লাগিয়ে বের হবেন। রোদে গেলে অবশ্যই ছাতা, মাস্ক ও সানগ্লাস ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরবি