ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

কন্যা সন্তানের মা হয়েছেন টিউলিপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
কন্যা সন্তানের মা হয়েছেন টিউলিপ

ঢাকা: কন্যা সন্তানের মা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক।

 

শুক্রবার (৮ এপ্রিল) স্থানীয় সময় দিনগত মধ্যরাতে লন্ডনের রয়্যাল ফ্রি হসপিটালে এ কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

পরে ভোর ২টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৬ মিনিটে) এক টুইটার বার্তায় এ শুভ সংবাদ জানান টিউলিপ।

টুইটারে টিউলিপ বলেন, ‘ক্রিস পার্সি ও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা সন্তান আজালিয়া জয় পার্সির জন্মগ্রহণের কথা জানাচ্ছি। রয়্যাল ফ্রি হসপিটালের কর্মীরা একদম অসাধারণ। ’

১৯৮২ সালে জন্ম নেওয়া টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে। তিনি ২০১৩ সালে ক্রিস পার্সির সঙ্গে বিয়ে বন্ধেনে আবদ্ধ হন। ২০১৫ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন টিউলিপ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ