ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মে ৬, ২০১৬
লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান

ঢাকা: ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক খান। পরিবেশবিদ ও রক্ষণশীল দলের জ্যাক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথম কোনো মুসলিম হিসেবে মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির মনোনীত এ প্রার্থী।



শুক্রবার (০৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে (বাংলাদেশ সময় রাত ১২টার আগে) ব্রিটেনের সংবাদমাধ্যম স্কাই নিউজ এ খবর জানায়।

এদিকে সাদিক খানের জয়ে তাকে স্বাগত জানিয়ে জ্যাক গোল্ডস্মিথের বোন এক টুইট বার্তায় লেখেন, তার আশানুরূপ জয় তরুণ মুসলিমদের জন্য উজ্জল দৃষ্টান্ত।

মেয়র নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তবে মূল লড়াই হয়েছে গোল্ডস্মিথ ও সাদিক খানের মধ্যেই।

**লন্ডনের মেয়র নির্বাচনে মুসলিম প্রার্থী জরিপে এগিয়ে!

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, মে ০৬, ২০১৬
জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ