ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

লন্ডন

কিউবায় রাষ্ট্রদূত হিসেবে কায়েসের পরিচয় পত্র পেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
কিউবায় রাষ্ট্রদূত হিসেবে কায়েসের পরিচয় পত্র পেশ

লন্ডন: কিউবায় রাষ্ট্রদূত হিসেবে পরিচয় পত্র পেশ করেছেন ব্রাজিলে দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস।

 

মঙ্গলবার (২১ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে কিউবার ভাইস প্রেসিডেন্ট গ্লেডিস বেজেরানো'র কাছে আনুষ্ঠানিকভাবে এ পরিচয় পত্র পেশ করেন তিনি।

পরিচয় পত্র পেশকালে রাষ্ট্রদূত বাংলাদেশ-কিউবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোড়দার করতে কিউবা সরকারের সহযোগিতা কামনা করেন। এসময় কিউবার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্টদূতকে এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন-তার স্ত্রী নাঈমা কায়েস, মেয়ে মানসী কায়েস, মাধুরী কায়েস ও ব্রাজিল দূতাবাসের ডেপুটি কমিশন প্রধান সুমনা ইকবাল।

এরআগে পরিচয় পত্র পেশ করার উদ্দেশ্যে রাষ্ট্রদূত কায়েস কিউভার প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বর্তমানে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনরত মিজারুল কায়েস ব্রাজিল ও কিউবা ছাড়াও কলম্বিয়াসহ আরও কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ব্রাজিলে যোগদানের আগে ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ