ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লন্ডন

যুক্তরাজ্যে রেজাউল করিমের ‘নির্বাচিত কলাম’র মোড়ক উম্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
যুক্তরাজ্যে রেজাউল করিমের ‘নির্বাচিত কলাম’র মোড়ক উম্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাজ্যে তরুণ লেখক ও গবেষক প্রকৌশলী এ কে এম রেজাউল করিমের ‘নির্বাচিত কলাম’ প্রথম খন্ডের মোড়ক উম্মোচন করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৬ টায় হাউজ অব কমন্সে (বৃটিশ পার্লামেন্ট) আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটেনের রচডেল এলাকার সংসদ সদস্য (এমপি) সায়মন ড্যান্সাক।

যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, ব্যারিস্টার রুমেন ফারহানা, ব্যারিস্টার আবদুস সালাম, ব্যারিস্টার আবু বকর সিদ্দিক মোল্লাহ ও মুশফিক ফজল আনসারি।
এ সময় ‘নির্বাচিত কলাম’ বইয়ের লেখক প্রকৌশলী এ কে এম রেজাউল করিম, প্রকাশক সাদিয়া করিম ও রুকাইয়া করিম উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকায় বইটির মোড়ক উম্মোচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।

এছাড়া বরিশালে মোড়ক উম্মোচন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, ঝালকাঠিতে মোড়ক উম্মোচন করেন ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।

সম্প্রতি ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রেসক্লাবে বইটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ