ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

এনআরবি কনভেনশনের সাফল্য কামনা অ্যালিসন ব্লেইকের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এনআরবি কনভেনশনের সাফল্য কামনা অ্যালিসন ব্লেইকের বিবিসিসিআই এর পক্ষ থেকে ব্লেইককে শুভেচ্ছা

লন্ডন: আসন্ন নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি (এনআরবি) কনভেনশনের সাফল্য কামনা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

বুধবার (১৯ জুলাই) লন্ডনের ক্যানারি হোয়ার্ফে এক মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ শুভকামনা জানান।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) তার সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করে।

শুরুতেই, অ্যালিসন ব্লেইকের সঙ্গে লন্ডনের নানা ক্ষেত্রের সফল বাংলাদেশিদের পরিচয় করিয়ে দেন বিবিসিসিআই প্রেসিডেন্ট এনাম আলী এমবিই।  

অ্যালিসন ব্লেইক বলেন, বিবিসিসিআই দু'দেশের সম্পর্ক উন্নয়নে বিপুল অবদান রেখে চলেছে।  

এনআরবিরা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্লেইক আসন্ন এনআরবি কনভেনশনের সাফল্য কামনা করেন।  

সেইসঙ্গে এমন একটি চমৎকার আয়োজনের জন্য এনাম আলীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  

এনাম আলী তার বক্তব্যে আগামী অক্টোবরে আসন্ন এনআরবি সম্মেলন সফল করার তাগিদ দেন। একটি বিশেষ দিনকে এনআরবি ডে ঘোষণার দিকটিও উল্লেখ করেন তিনি।  

ক্যানারি হোয়ার্ফে আয়োজিত মধ্যাহ্নভোজে অতিথিরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে সরকারের সচেতনতার কথা উল্লেখ করে বলেন, প্রবাসীদের নাগরিকত্ব ও মর্যাদা অক্ষুন্ন রাখতে সরকার সচেষ্ট রয়েছে।  

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি মুক্তিযুদ্ধে বিলেত প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, এনআরবি বিজনেস কনভেনশন বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরদার করবে। ।  

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বশির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিবিসিসিআই'র সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখ্ত ফারুক ও ড. ওয়ালী তসর উদ্দীন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিসিসিআই নর্থ রিজিয়নের প্রেসিডন্ট মাহতাব মিয়া এবং বিসিসিআই ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ