ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

জার্মানিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
জার্মানিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী বাংলাদেশিরা

ঢাকা: বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে সম্প্রতি একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ইউনুস আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব-ইউরোপিয়ান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সম্পাদক নাহার মমতাজ।

বিশেষ অতিথি ছিলেন বনপ্রবাসী অধ্যাপক ড. শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী বাংলাদেশিরা।

জার্মানির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মাইন্জ সিটির মেয়র জোহানেস ক্লোমান, সিডিইউ’র সিনিয়র লিডার লুকাস প্রমুখ।  

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। সভা পরিচালনা করেন স্নিগ্ধা বুলবুল এবং সবুজ আহমেদ।  

আলোচনা শেষে জার্মানি প্রবাসী শিল্পী কণা ইসলামের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমবেত জাতীয় সংগীত ও বিভিন্ন গানে অংশ নেন তাহমিনা ফেরদৌসি, মুনিম আহমেদ, জালাল আবেদীন, মিতি মারজান, কাইফ প্রমুখ।  

বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশেষ কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ড. শরিফুল ইসলাম ও মুনিম।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ