ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ক্যাডবেরিতে শুকরের ডিএনএ

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৪
মালয়েশিয়ায় ক্যাডবেরিতে শুকরের ডিএনএ

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় ক্যাডবেরি চকলেটের ডেইরি মিল্ক হোয়েলনাট ও ডেইরি মিল্ক রোস্ট এলমন্ড এ শুকরের ডিএনএ পাওয়া গেছে। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যায়ক্রমিক হালাল খাদ্য যাচাইকরণ অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে।



আর বিষয়টি প্রকাশ হওয়ার পর বেজায় চটেছেন দেশটির মুসলিম নেতারা। বুধবার সংবাদ সম্মেলন ডেকে তাই ক্যাডবেরি গ্রুপের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে মালয়েশিয়ার মুসলিম সংঘ।

ক্যাডবেরির এমন প্রতারণা প্রসঙ্গে মুসলিম দলের প্রতিনিধি আবু বকর ইয়াহিয়া বলেন, মুসলিম জাতিতে দুর্বল করার জন্য ক্যাডবেরি পণ্যে হারাম খাদ্য মিশিয়ে প্রতারণা করা হচ্ছে।

শিগগিরই ক্যাডবেরি গ্রুপের নামে মামলা করা হবে বলেও জানান ওই মুসলিম নেতা।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ