ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা ওয়েস্ট মিনস্টারে

মাহমুদ খায়রুল। কুয়ালালামপুর করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
মালয়েশিয়ায় কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা ওয়েস্ট মিনস্টারে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুরঃ মালয়েশিয়ায় ব্যবসায় শিক্ষা পড়াশোনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ওয়েস্ট মিনস্টার কলেজ। সাধ্যসাপেক্ষ খরচের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

দুই বছর মালয়েশিয়ায় পাঠগ্রহণের শেষে তৃতীয় বছর যুক্তরাজ্যে পড়াশুনার সুযোগও রয়েছে এই কলেজে।

কলেজটির অ্যাওয়ারডিং বডিতে আছে যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ও। লন্ডন স্কুল অব কমার্স (এলএসসি) এর তত্ত্বাবধানে চলছে আন্তর্জাতিক মানের ওয়েস্ট মিনস্টার কলেজের কার্যক্রম।

মালয়েশিয়া ছাড়াও এলএসসি’র স্বীকৃতিপ্রাপ্ত কলেজ রয়েছে বাংলাদেশ, সার্বিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে। মালয়েশিয়ায়ও শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান এই ওয়েস্ট মিনস্টার কলেজ।

কলেজে এমবিএ প্রোগ্রাম দুধরনের, ফুল টাইম ও পার্ট টাইম। ফুল টাইমের ক্লাস হয় সপ্তাহ জুড়ে এবং পার্ট টাইম এমবিএ চাকরিজীবীদের জন্য। ক্লাস হয় সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার।  

কলেজের ছাত্রী অমৃতা ব্যানার্জির সাথে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, "মালয়েশিয়ায় ব্যবসা শিক্ষা পড়ার জন্য একটি ভাল প্রতিষ্ঠান হল ওয়েস্ট মিনস্টার। খরচ কম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার ডিগ্রি যুক্তরাজ্যের স্বীকৃতি প্রাপ্ত। ”

যারা ভাগ্যবান তারা তৃতীয় বছর যুক্তরাজ্যে গিয়ে বাকি কোর্স সম্পন্ন করার সুযোগ পাবে। এখানে পড়াশুনার মান ভাল এবং আমাদের শিক্ষকরাও যত্নবান, বলেন অমৃতা।

তিনি আরও জানান , এখানকার বেশ কিছু শিক্ষক রয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছেন।

বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও অনেক শিক্ষার্থীর পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান এই ওয়েস্ট মিনস্টার।

অবস্থানঃ সুবাং জায়া, কুয়ালালামপুর থেকে ৫ কিমি দুরে।

ধরনঃ বেসরকারি

উল্লেখযোগ্য বিষয়ঃ ব্যবসা শিক্ষা (বিবিএ), এমবিএ এবং ফাউন্ডেশন

ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ  এসএসসি এবং এইচএসসি নুন্যতম জিপিএ ৪.০

আইএলটিএসঃ ৬.০ অথবা এসএসসি এবং এইচএসসি তে নুন্যতম এ গ্রেড, (না থাকলে ইংরেজি প্লেসমেন্ট টেস্ট দিতে হবে অথবা ইংরেজি কোর্স করতে হবে। )

ইনটেকঃ ফেব্রুয়ারী,এপ্রিল ,জুন,অগাস্ট,অক্টোবর ,নভেম্বর

সময়সীমাঃ তিন বছর (বিবিএ), দুই বছর (এমবিএ)

অ্যাওয়ারডিং বডিঃ কারডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়া কোয়ালিফিকেশন এজেন্সি।  

এছাড়াও রয়েছে ফাউন্ডেশন কোর্স এবং ইংরেজি ভাষার কোর্স করার সুযোগ।

কলেজটিতে ফেব্রুয়ারি,এপ্রিল ও জুন সেশনে বর্তমানে ভর্তি চলছে

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বিস্তারিত জানতে ইমেইল করুনঃ [email protected]
Call : +60162518780 (Viber, Whatsapp)
Skype: wic.education

** ওয়েস্ট মিনিস্টার কলেজে কম খরচে আন্তর্জাতিক মানের ডিগ্রি

বাংলাদেশ সময় ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ