ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় অর্থ-স্বর্ণালংকার নিয়ে বাংলাদেশির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
মালয়েশিয়ায় অর্থ-স্বর্ণালংকার নিয়ে বাংলাদেশির পলায়ন জয়নাল আবদিন জনি

মালয়েশিয়া: মালয়েশিয়ায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের শ্রমিকদের গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে জয়নাল আবদিন জনি নামে এক বাংলাদেশি পালিয়ে গেছেন।

গত ০৮ জুন কুয়ালালামপুরের তামান শ্রী সিনার এলাকায় এ ঘটনাটি ঘটে।



এ ঘটনায় এমডিআই কালেকশন এসডিঅনবিএইচডি এর মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন বাদী হয়ে জিনজান, সেনতুল  ও কেপং থানায় পৃথক তিনটি মামলা করেছেন।

একই সঙ্গে জনির বিরুদ্ধে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে লিখিত অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, এমডিআই কালেকশন এসডিঅনবিএইচডি কোম্পানিতে সুপারভাইজার হিসাবে কাজ করতেন জয়নাল আবদিন জনি।
বিদেশে তার অসহায়ত্বের কথা ভেবে নিজ প্রতিষ্ঠানে তাকে চাকরি দেন ইসমাইল। এমনকি তার ভরণ-পোষণেরও ব্যবস্থা করেন তিনি।

সম্প্রতি ইসমাইল হোসেন শ্রমিকদের বেতনের গচ্ছিত টাকা তার বাসায় রেখে প্রতিদিনের মতো বাইরে বের হন। বাসার ড্রয়ারে ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের চেইনও ছিল।

এই সুযোগে জনি ২৩ হাজার ২০০ রিঙ্গিত (বাংলাদেশি টাকায় ৫ লাখ ২০ হাজার ৯৬০) ও স্বর্ণ‍ালংকার নিয়ে পালিয়ে যান। বিভিন্ন জায়গা খোঁজ-খবর করেও তাকে পাওয়া যায়নি। দেশে বাড়িতে ফোন করেও জনির সন্ধান পাওয়া যায়নি।  

ইসমাইল হোসেন জানান, জনি চাঁদপুর জেলার মতলব উপজেলার বার হাতিয়া এলাকার এনায়েতপুরের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ