ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর বারু ধোয়াচ্ছন্ন

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মালয়েশিয়ার জোহর বারু ধোয়াচ্ছন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জোহর বারু (মালয়েশিয়া) থেকে ফিরে: ধোয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে মালয়েশিয়ার জহর বারু প্রদেশের জীবনযাত্রা। ইন্দোনেশিয়ার জঙ্গলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া বাতাসে মিশে এ ধোয়াশা তৈরি করেছে।



গত কয়েক বছর ধরে বছরের এই সময়ে এমন ধোয়াশা দেখা গেলেও এবারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী হওয়ায় জোহর বারুর অবস্থা বেশি খারাপ বলে জানালেন, জোহর বারুর বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম।

তিনি আরো বলেন, আমার বাচ্চা স্থানীয় একটি স্কুলে পড়ে। এখানকার সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ কমিউনিটির এম জে আলম বাংলানিউজকে জানান, এই পরিবেশে চর্মরোগ, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মালয়েশিয়ার স্বাস্থ্যবিভাগ জানিয়েছে। এখানে ভরদুপুরেও মনে হয় যেন শীতের সকাল।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ