ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মালয়েশিয়া

মহিউদ্দিন চৌধুরীকে মালয়েশিয়ায় সংবর্ধনা

হাসানুল বান্না, স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মহিউদ্দিন চৌধুরীকে মালয়েশিয়ায় সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর (মালয়েশিয়া): চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ার চট্টগ্রাম সমিতি।

২৯ নভেম্বর  (রোববার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়   দেশটির রাজধানী কুয়ালালামপুর বুকিত বিনতাং হোটেল সলিলে এ সংবর্ধনা দেওয়‍া হয়।



অনুষ্ঠানে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি ভূখণ্ড পেতাম না, ঠিক একইভাবে শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের মানুষ আত্ম-মর্যাদাসম্পন্ন জাতিতে পরিণত হতে পারতো না।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ’
 
তিনি বলেন, ‘বিদেশি শক্তিরা বারবার ব্যবসার নামে আমাদের সম্পদ লুণ্ঠন করেছে। কিন্তু কোনো পরাশক্তিই বাঙালি জাতিকে দুর্বল করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ’

‘বাংলাদেশিদের কষ্টের সীমা নেই’ উল্লেখ করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আপনারা শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। আপনারাই সত্যিকারের দেশপ্রেমিক। প্রবাসীরা বাঙালি জাতির অহংকার। ’

মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।
 
সৈয়দ মিনহাজুর রহমান মিনহাজ ও আঁখি মজুমদারের  সঞ্চালনায় অনুষ্ঠানে মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, শাহীন সরদার, রাশেদ বাদল, মুক্তিযোদ্বা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, শওকত হোসেন পান্না, বঙ্গমাতা পরিষদের সভাপতি হাজি মো. মতিউর রহমান, জসিম উদ্দিন চৌধুরী, বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি হাবিবুর রহমান, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, সেচ্ছাসেবক লীগ সভাপতি বিএম বাবুল হাসান, শ্রমিক লীগ আহ্বায়ক সোহেল বিন রানা, ফেনী জেলা সমিতির সাধারণ সম্পাদক মানসুর আলবাশার সোহেল, গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিতুল, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মীরান, মালয়েশিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওয়াসীম ওয়াজেদ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ