ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশ থেকে শ্রমিক না নেওয়ার বিষয়ে কিছু জানায়নি মালয়েশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
বাংলাদেশ থেকে শ্রমিক না নেওয়ার বিষয়ে কিছু জানায়নি মালয়েশিয়া

ঢাকা: মালয়েশিয়া থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা বাতিল হলেও বাংলাদেশকে অনুষ্ঠ‍ানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন্নাহার।

রোববার (১৩ মার্চ) সকালে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।



তিনি বলেন, বাংলাদেশকে অনুষ্ঠ‍ানিকভাবে মালয়েশিয়া এ বিষয়ে কিছু জানায়নি। পরবর্তিতে জানতে পারলে জানানো হবে।

এর আগে (১২ মার্চ) নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি স্থগিত করে দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ। এতে করে বাংলাদেশ থেকে যে ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা ছিল দেশটির, তা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জেপি/ওএইচ/এসএইচ

** বাংলাদেশ থেকে শ্রমিক নেবে না মালয়েশিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ