ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি ২৪৪৯৭৩ শ্রমিক নিবন্ধিত

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
মালয়েশিয়ায় বাংলাদেশি ২৪৪৯৭৩ শ্রমিক নিবন্ধিত

কুয়ালালামপুর থেকে:  মালয়েশিয়ায় অবস্থানরত ২৪৪৯৭৩ শ্রমিক নিবন্ধিত হয়েছেন। আর নিবন্ধিত শ্রমিকের তালিকায় তৃতীয়  অবস্থানে রয়েছে বাংলাদেশি শ্রমিক।

প্রথম অবস্থানে  ইন্দোনেশিয়া ও দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে নেপালি শ্রমিক।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী ড. জাহিদ হামিদী এ তথ্য প্রকাশ করেছেন।

 

তিনি জানান, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় নিবন্ধনকৃত শ্রমিকের সংখ্যা ১৯,৭৮,৯৪৮ জন।

তালিকায় সর্বোচ্চ অবস্থানে ইন্দোনেশীয় শ্রমিকের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৫৭১ জন , নেপালি রয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৯৫২ এবং বাংলাদেশি আছেন ২ লাখ ৪৪ হাজার ৯৭৩ জন।

এছাড়া মায়ানমারের নাগরিক রয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬১৭ জন এবং ভারতীয় আছেন ১০ হাজার ৫৯০ জন।  

১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে পুনর্নিবন্ধনের ঘোষণা দেওয়া হয়। এর কয়েকদিন পর বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার জন্য ঢাকায় চুক্তি সই করে দুই দেশের প্রতিনিধিরা। চুক্তি সইয়ের মাত্র একদিন পর বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় দেশটির সরকার।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ