ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

পেনাংয়ে ৬ বাংলাদেশি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
পেনাংয়ে ৬ বাংলাদেশি আটক

ঢাকা: ৬ জন বাংলাদেশি নাগরিকসহ ৩৫ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশীয় পুলিশ। পেনাংয়ের বিভিন্ন স্থানে ‘অপস ইকরার’ নামে ৫ ঘণ্টার ওই অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন পুলিশ।

গত শনিবার (০৭ জানুয়ারি, ২০১৭) রাত একটা থেকে এ অভিযান শুরু হয়। এ সময় পার্মাতাং পাউহ, পেরাই, সুংগাই দুয়া, জুরু, সেবেরাং জায়া এবং আলমায় নির্মাণ সাইট থেকে মোট ১৬ জনকে আটক করা হয়।

সুংগাই নিবং, জালান পানতাই, জর্জ টাউন, জেলুতং, গেলুগোর এবং তানজুং বুনগাহ থেকে বাকি ১৯ জনকে আটক করা হয়। এরা বাবুর্চি এবং দোকানে বিক্রেতার সহকারী হিসেবে কাজ করতেন।

ইমিগ্রেশনের মুখপাত্র জানিয়েছেন, আটককৃতদের মধ্যে ১৮ জনই ইন্দোনেশিয়ান নাগরিক। যার মধ্যে ১১ জন নারী রয়েছে। এছাড়াও ৬ জন বাংলাদেশি, ৬ জন কম্বোডিয়ান, দুই জন মায়ানমারের নাগরিক এবং নেপাল, থাইল্যান্ড ও ভারতের একজন করে আটক হয়েছেন।

ট্যুরিস্ট ভিসায় এসে অতিরিক্ত সময় অবস্থান ছাড়াও কয়েকজনের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

মুখপাত্র জানান, তাদের সেবারাং জায়া ইমিগ্রেশন অফিস থেকে জুরু’র ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএন/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ