ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় পাচারকারীর কাছ থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
মালয়েশিয়ায় পাচারকারীর কাছ থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার

ঢাকা: মালয়েশিয়ায় তিন বাংলাদেশি মানবপাচারকারীর হাত থেকে ১৪ জনকে উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিরাও বাংলাদেশি।

রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ত এলাকা আমপাংয়ে গত শুক্রবার (২১ জুলাই) ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে শুক্রবার ভোরে আমপাংয়ের ওই বাড়িটি পুলিশ ঘেরাও করে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা নিজ দেশের অন্য তিনজনের কাছে প্রতারিত হয়ে আটকা পড়েছেন। সেই তিন মানবপাচারকারীও ওই বাড়িতেই ছিলেন এবং পুলিশ তাদের আটক করেছে।

তিনি বলেন, ১৪ জনকে গাঁদাগাদি করে ২টি রুমে রাখা হয়েছিল। পুলিশ সেখান থেকে ২০টি মোবাইল ফোন এবং একজন দালালের কাছে ২৮ হাজার ৫০০ রিঙ্গিত জব্দ করে।

পাচারকারীরা এই বাসায় নিজ দেশের মানুষদের আটকে রাখতো এবং দেশ থেকে টাকা পাঠানোর আগ পর্যন্ত ছাড়তো না। গত ডিসেম্বরে ধরা পড়া মানবপাচারকারী চক্রের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসবে ও আরো সিন্ডিকেট ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন মুস্তাফার।  

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭ 
এমএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ