ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে মালয়েশিয়া আ’লীগের সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে মালয়েশিয়া আ’লীগের সভা সভা মঞ্চে অতিথিরা। ছবি: বাংলানিউজ

মালয়েশিয়া: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ফার্স্ট বিজনেস ইন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান অহিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জামিল হোসেন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র নেতা জসিম উদ্দিন চৌধুরী।

সভা মঞ্চে অতিথিসহ অন্যরা।  ছবি: বাংলানিউজমালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, সাংবাদিক গৌতম রায়, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, প্রদীপ কুমার বিশ্বাস, আবদুল বাতেন, সোহেল বিন রানা, মাসুদ রানা, তারেক রহমান, পিজে আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন, বেলাল হোসেন, রাওয়াং আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, এস এম জাকির, চেরাস আওয়ামী লীগ নেতা সাফায়াত হোসেন, তফাজ্জল হোসেন, হোসেল আখন্দ, শাহ আলম আওয়ামী লীগ নেতা মতিন সরকার, গোমবাক আওয়ামী লীগ নেতা খোকন কর্মকার, ছাত্রলীগ নেতা রাসেল সিকদার, রায়হান কবির, অণির্বান চক্রবর্তী, মো. বায়েজিত প্রমুখ।  

প্রধান অতিথি জামিল হোসেন নাসির বলেন, ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্বের নতুন প্রজন্ম বাংলাদেশের জাতির জনককে আরও চিনবে-জানবে। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধু অমর হয়ে থাকবেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ