ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

শ্রীমঙ্গলে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, নভেম্বর ৩০, ২০২২
শ্রীমঙ্গলে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের ফাঁড়ি (কাকিয়াছড়া চা বাগান) ৫নং সেকশনের ভেতরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার  (৩০ নভেম্বর) সকালে চা পাতা তুলতে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার জানান, মৃতদেহের পাশে একটি পলিথিনে মোড়ানো মদের বোতল পাওয়া যায়। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিবিআই-এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে যাই। মৃতদেহের শরীরে কোনো আঘাতর চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের মৃতদেহ জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। ময়না তদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।