ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

আরামবাগ মাঠে নয়, সড়কে মৌখিক অনুমতি চেয়েছে বিএনপি: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, ডিসেম্বর ৬, ২০২২
আরামবাগ মাঠে নয়, সড়কে মৌখিক অনুমতি চেয়েছে বিএনপি: ডিসি

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি পেলেও নারাজ দলটি। সিনিয়র নেতাদের পক্ষ থেকে বার বার পল্টনের কথা বললেও বিকল্প হিসেবে মৌখিকভাবে আরামবাগে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এসব কথা জানান।

তিনি বলেন, বিএনপি আমাদের কাছে আরামবাগে সমাবেশের জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে। তবে আরামবাগে বড় কোনো মাঠ নেই। তারা আরামবাগের সড়কেই অনুমতি চেয়েছে। আমরা সড়কে কোনো সমাবেশের অনুমতি দেবো না।

এর আগে সোমবার (৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীতে মাঠ ছাড়া রাস্তাঘাটে সমাবেশ করার অনুমতি বিএনপি পাবে না। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম বিএনপি এখনো প্রস্তাব করেনি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।