ঢাকা, শুক্রবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধান কাটার মেশিনের চাপায় প্রাণ গেল জুনাইদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ধান কাটার মেশিনের চাপায় প্রাণ গেল জুনাইদের

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধান কাটার মেশিনের (কম্বাইন্ড হারভেস্টর) চাপায় জুনাইদ মিয়া (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) রাতে উপজেলার সুবিধপুর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ ইছগাঁও গ্রামের জুনু মিয়ার ছেলে। সে সুবিধপুর নূরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় সুবিধপুর গ্রামের হাওরে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটা দেখতে যায় জুনাইদ। এ সময় কম্বাইন্ড হারভেস্টর পেছনে দিকে ঘুরানোর সময় সে মেশিনের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জুনাইদকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কম্বাইন্ড হারভেস্টর চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।