ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেপুটি স্পিকারের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ডেপুটি স্পিকারের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি ও সফর বিনিময়, বাংলাদেশের চলমান উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ, দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, নেপাল বাংলাদেশের খুবই ভালো বন্ধু। মুক্তিযুদ্ধের সময় নেপাল আমাদের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশ-নেপালের সংসদীয় সম্পর্ক আরও বৃদ্ধি করা যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতায় আরও জোরালো ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বলেন, গত ৩০-৪০ বছরে বাংলাদেশের অনেক উন্নতি সাধিত হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি সারাবিশ্বে উন্নয়নের মডেল হিসেবে গণ্য হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকেই নেপাল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুই দেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে যথেষ্ট সাদৃশ্য রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।