ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নয়াপল্টনে ঝটিকা মিছিল, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
নয়াপল্টনে ঝটিকা মিছিল, আটক ১ ছবি: বাংলানিউজ

ঢাকা: নয়াপল্টনে বিএনপি কার্যালয় অবরুদ্ধ থাকলেও পার্শ্ববর্তী এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করে বিএনপি কর্মীরা। ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় অভিমুখে আসা এ মিছিলে ১৫ থেকে ২০ নেতাকর্মী অংশ নেন।

 

এ সময় ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করেছে বিএনপির এক কর্মীকে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এ ঘটনা ঘটে।

সহকারী পুলিশ কমিশনার মনোতোষ বিশ্বাস বলেন, বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। তখন একজনকে আটক করেছি।

মিছিল থেকে একজনকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনোতোষ বিশ্বাস।

এ মিছিলে অংশ নেওয়া গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার বিএনপি কর্মী সোহাগ খান বলেন, আমরা ১৫-২০ জন মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে। তখন আমরা গলিতে ঢুকে গেলে  আমাদের আর ধরতে পারেনি পুলিশ।

কি জন্যে এসেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন বাইক রাইডার। নিজে থেকে এসেছি। দলের কোনো নেতা বলেনি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।