ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

ঢাকা: সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেগম রোকেয়া পদক-২০২২ পেয়েছেন পাঁচজন বিশিষ্ট নারী।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন চট্রগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)।

নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন (জন্মস্থান- খুলনা), 

সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেয়েছেন নড়াইল জেলার ড. আফরোজা পারভীন।  

পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেয়েছেন ঝিনাইদহ জেলার নাছিমা বেগম।  

নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেলেন ফরিদপুর জেলার রহিমা খাতুন।

পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

পুরস্কার বিজয়ীদের পক্ষে বক্তব্য রাখেন ড. আফরোজা পারভীন।

অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এমইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।