ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
কালীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে ওমর আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক এ গ্ৰামের আবু বক্করের ছেলে।  

পুলিশ জানায়, নোহালি গ্ৰামের আবু সাঈদ ও আব্দুল বারির মধ্যে তিস্তা চরাঞ্চলের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। ওমর ফারুক কোন পক্ষের সমর্থক, তা জানা যায়নি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।