ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপিকে রুখতে পাবনার রাস্তায় লাঠি হাতে আ. লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
বিএনপিকে রুখতে পাবনার রাস্তায় লাঠি হাতে আ. লীগ

পাবনা: সারা দেশে বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে লাঠিসোঁটা হাতে পাবনার রাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় তারা গণ জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন।  

জানা গেছে, বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন। এ সময় তারা বিএনপির প্রতি বিক্ষোভ প্রদর্শন করেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী গণ জমায়েত করেন। এ সময় তাদের হাতে বাঁশের লাঠি দেখা যায়।  

লাঠি হাতে তারা বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে স্লোগান দেন। পরে কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড, পাড়া, মহল্লা থেকে মিছিল করেন। মিছিলটি আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী চৌরাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানেও তারা বিএনপির বিরুদ্ধে স্লোগান ও লাঠি প্রদর্শন করেন।  

প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।  

মিছিলে সবার সামনে ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের হাতে এ সময় মুক্তিযোদ্ধা পতাকা ছিল। কর্মসূচি শেষ হয় সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে।  

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগসহ জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা সরদার মিঠু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা হাসান কবির আরিফ, উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খান, সাবেক ছাত্র নেতা মোস্তাক আহমেদ আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু, সাবেক ছাত্রনেতা তাজুল ইসলামসহ পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।