ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীজতলায় সেচের সময় বিদ্যুতায়িত হয়ে ডিপজলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
বীজতলায় সেচের সময় বিদ্যুতায়িত হয়ে ডিপজলের মৃত্যু

কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় বোরো বীজতলায় সেচ দেওয়ার সময় শামীম হোসেন ডিপজল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৈদ্যুতিক মোটর স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় ডিপজল।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে নাগেশ্বরী পৌরসভার বাঘডাঙ্গা পীরবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

ডিপজল পীরবাড়ী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম আশরাফুল আলম।

বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী পৌরসভার কমিশনার আশরাফুল ইসলাম ইসরাইল বলেন, ডিপজল বোরো বীজতলায় সেচ দিতে বাড়ির পাশে পুকুর থেকে পানি তুলতে বৈদ্যুতিক মোটর স্থাপন করছিল। এ সময় মোটরের তার কাদামাটিতে পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এফইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।