ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় শ্রমিক লীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
সাতক্ষীরায় শ্রমিক লীগের বিক্ষোভ ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক লীগ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের খুলনারোড মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে খুলনা রোড মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. আব্দুল্লাহ সরদার।

জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম শফি, জাকির হোসেন টিটু, শেখ মোকছুর রহমান, আব্দুস সালাম, গাউছ আলী, ওলিউর রহমান মুকুল, বাসুদেব, নাছির হোসেন, মোসলেম আলী, বাবুল হোসেন, শিমুল হোসেন, ইসমাইল হোসেন, সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান মিজান ও রুবেল হোসেন।

বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দেওয়ার জন্য জাতীয় শ্রমিক লীগ সব সময় রাজপথে প্রস্তুত আছে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।